এহরামের কাপড় সাদা ৪ পিছ, ৬ হাত দুই পিছ, ৫ হাত দুই পিছ মহিলাদের ২ সেট বোরকা এবং ৩ সেট সেলোয়ার কামিজ।

ট্রাভেলস ব্যাগ ১টা ছোট কাধে ঝুলানো ১টা। পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গী, গেঞ্জী, টুপি ২ সেট করে। তোয়ালে বা গামছা ১টা। চিড়া ৩ কেজি, মুড়ি ১ কেজি, গুড় ২ কেজি ও বিস্কুট ইত্যাদি।(৪০-৪৫ দিনের নাস্তার জন্য )প্রয়োজন মত।

মজবুত পন্স ২ জোড়া, কাপড় কাঁচা ও গায়ে দেওয়ার সাবান বেড ৫ টা রেজার ১টা খাতা কলম টয়লেট পেপার, তৈল বা ক্রীম, মেসওয়াক টুথপেস্ট, গোফ কাটার কেচি ১ টা

 

৪০ থেকে ৪৫ দিনের প্রয়োজনীয় ঔষধপত্র।

বিছানার চাদর ১ট

থাল, গ্লাস, ছোট বাটি ১টা করে।

জুতার থলে এবং টাকা রাখার ব্যাগ।

হাত খরচ বাবদ কমপক্ষে ৫০০ (পাঁচশত)সৌদি রিয়াল।

তাওয়াফে জিয়ারত হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে যাতায়াত খরচ হাজী সাহেবগণের নিজ নিজ।

সৌদি আরবে অবস্থান কালীন সময়ে ঐ দেশের সরকার এবং মোয়ালিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আসার পথে লাগেজ (২৩+২৩=৪৬)কেজির বেশি হলে নিজ দায়িত্বে ছাড় করাতে হবে।

সৌদিতে হোটেলে ৪/৫ জনের জন্য ১টি বাথরুম এর ব্যবস্থা আছে।

পবিত্র হজ্জের সফরের সময় যাতায়াত কালে টয়েলেট ব্যবহারের প্রয়োজন হলে অথবা হালকা কেনা কাটার জন্য দল থেকে বাহিরে যাওয়ার সময় অবশ্যই হজ্জ গাইডকে জানাতে হবে।

সফরের প্রত্যেক ক্ষেত্রে সময়কে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং যে কোন যাত্রার সময় যথা সময়ে উপস্থিত থাকতে হবে।